মোঃ রাকিবুল হাসান, কুড়িগ্রাম।। কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে পলাশবাড়ী মুন্সিপাড়া স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮জুন) বিকেলে ওই ইউনিয়নের খলিলগন্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় নওয়াব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ।
ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা বৃদ্ধ শমশের আলী জানান, আমার বয়স প্রায় ৮০ বছর, ‘আমার জীবনে আমি বিভিন্ন স্থানে খেলা দেখছি এতো সুন্দর ভাবে খেলা কোথায় দেখি নাই। আর মানুষ ও অনেক হয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম( শরিফ ) জানান, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো। ০২-০১ গোলে ফুটবল টুর্নামেন্টে পলাশবাডি ফূটবল একাদশ কে পরাজিত করে আকাশ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ী দলকে প্রথম পুরস্কার ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার তুলে দেওয়া হয়।