২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল ভারত। এর ১৭ বছর পর দ্বিতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে তারা। আইসিসির ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে চতুর্থবার বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারতীয় দল। শনিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ রানে জয়ের দিনে ৯টি রেকর্ড করেছে ভারত।
১) প্রথম দেশ হিসাবে অপরাজিত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। গ্রুপ পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়। ফাইনালসহ বাকি আটটি ম্যাচেই জয় পেয়েছে ভারত।
২)তৃতীয় দেশ হিসাবে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ছাড়া আর কোনো দেশের এই কৃতিত্ব নেই। ২০১০ এবং ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। ২০১২ এবং ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। -চ্যানেল২৪