অভয়নগর (যশোর) প্রতিনিধি। অভয়নগরের নওয়াপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত কার্যক্রমের সহযোগিতা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে নওয়াপাড়া সরকারি কলেজ শাখার ছাত্রলীগের আহবায়ক মো. নোমান সরদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- যুগ্ম আহবায়ক ফারাজী আরিফুল ইসলাম অনিক, মোস্তফা রাজ ফারাজী, শাকির বিশ্বাস, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি আবিদ আলম সাজিদ প্রমুখ। কলেজ ছাত্রলীগের আহবায়ক মো. নোমান সরদার জানান, যশোর জেলা ছাত্রলীগের নির্দেশে ১০দিনব্যাপী নতুন শিক্ষার্থীর ভর্তি কার্যক্রমে সহযোগিতা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ভর্তি কার্যক্রম ছাড়াও পরবর্তীতে উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।