নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। অভয়নগরে দাঁড়িয়ে থাকা বিচালি বোঝাই ট্রাকে দ্রুতগামী অপর একটি ট্রাকের ধাক্কায় আলমগীর হোসেন (৩০) নামের এক হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে যশোর-খুলনা মহাসড়কের উপজেলা পরিষদ সংলগ্ন পিয়া আই কেয়ার হাসপাতালের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন নওগাঁ জেলার পোষণ গ্রামের বাসিন্দা। তিনি বিচালি বোঝাই ট্রাকের হেলপার ছিলেন।
প্রত্যক্ষদর্শী একজন নার্স জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পিয়া আই কেয়ার হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে খুলনাগামী বিচালি বোঝাই আরেকটি ট্রাক ধাক্কা মারে। যার ফলে বিচালি বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই ট্রাকের হেলপারকে নওয়াপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির বলেন, বিচালি বোঝাই ট্রাকের হেলপার আলমগীর হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদুর রহমান বলেন, ট্রাক দূর্ঘটনায় আহত রোগীর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, ‘খুলনায় নেওয়ার পর ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। বিচালি বোঝাই ক্ষতিগ্রস্ত ট্রাাকটি পুলিশের হেফাজতে রয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।