স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) থেকে।
নওয়াপাড়া প্রেস ক্লাবের উপদেষ্টা,জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২-এ নির্বাচিত যশোর জেলার শ্রেষ্ঠ শিক্ষক, নওয়াপাড়া
শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এসএম ফারুক আহমেদ আজ ৫৮বছরে পা রাখলেন। ১৯৬৮সালের ১৫মার্চ তিনি নড়াইল জেলার কালিয়া উপজেলার শিলিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ইতোপূর্বে যশোর পল্লীবিদ্যুৎ সমিতির নওয়াপাড়া এলাকা থেকে একাধারে গ্রাহকদের প্রত্যক্ষ ভোটে একবার নয়, তিন তিনবার পরিচালক পদে বিপুল ভোটে নির্বাচিত হন। তাছাড়া তিনি যশোর পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।
বর্তমানে তিনি সরকারিকৃত মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের খুলনা বিভাগীয় কমিটির সভাপতি পদে আসীন রয়েছেন। তাছাড়া তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে বাংলাদেশ উন্মুক্ত বিশ্বাবিদ্যালয় পরিচালিত এসএসসি প্রোগ্রামের ভর্তিসহ পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকান্ডে জড়িত রয়েছেন। ফারুক মাস্টারের একমাত্র পুত্র নওয়াপাড়া প্রেস ক্লাবের আইসিটি বিষয়ক সম্পাদক, দৈনিক যুগান্তরের অভয়নগর প্রতিনিধি, দৈনিক
গ্রামের কাগজের নওয়াপাড়া পৌর প্রতিনিধি সাংবাদিক তারিম আহমেদ ইমন মহান রাব্বুল আলামিনের কাছে তার পিতার দীর্ঘায়ূ প্রার্থনা করে সকলের কাছে দোয়া কামনা করেছেন।