ডেস্ক নিউজ।
হজযাত্রীদের সুবিধার জন্য ‘লাব্বাইক’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই অ্যাপটির উদ্বোধন করেন। অ্যাপটি হজযাত্রীদের ধর্ম পালন, স্বাস্থ্য সেবা এবং চলাচলে সহায়তা করবে বলে জানানো হয়েছে।
সোমবার (২০ মে ২০২৪) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই অ্যাপের উদ্বোধন করা হয়। অধ্যাপক ইউনূস বলেন, অ্যাপটি হজযাত্রীদের নির্বিঘ্নে ধর্ম-কর্ম পালনে বিরাট ভূমিকা রাখবে। অ্যাপটিতে স্বাস্থ্য সেবাসহ নানা ফিচার থাকায় হজযাত্রীরা একাগ্রচিত্তে হজ পালন করতে পারবেন।
আগামী বছর থেকে হজ যাত্রার পরিকল্পনা পর্যায় থেকেই অ্যাপটি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। হজ ব্যবস্থাপনায় উন্নত দেশগুলোর অভিজ্ঞতা গ্রহণ এবং অন্যান্য দেশকে অ্যাপটির কারিগরি সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। ভবিষ্যতে এই অ্যাপকে আরও সহজ এবং ত্রুটিমুক্ত করার পরামর্শও দেন তিনি।
অ্যাপটির পাশাপাশি হজ প্রিপেইড কার্ড ও হজ রোমিং প্যাকেজ সুবিধার উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।