1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেশে ফিরলেন প্রথম ফিরতি হজ ফ্লাইটের ৩৬৯ জন হাজি - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি: নিহত ৫ ‘যে গাছে ফরহাদের ছবি আছে, সেই গাছের নিচে শপিং ব্যাগে টাকা রেখে যাবি’ জুলাই গণহত্যার বিচারের দাবিতে পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের “জুলাই দ্রোহ” বাঘারপাড়া ডিগ্রি কলেজের সভাপতি হিসেবে প্রথম সভা করলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ শেরপুর–মৌলভীবাজার মহাসড়কে বাসের ধাক্কায় যুবক নিহত ‘কিলার গ্যাং’ প্যাডে ৫ লাখ টাকার চাঁদা দাবি, পুলিশের হাতে ৫ জন প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ‘বৈষম্যমূলক’ নয়, ব্যাখ্যা দিল মন্ত্রণালয় ফ্লাইট এক্সপার্ট হঠাৎ বন্ধ, মালিক দেশত্যাগের অভিযোগ অভয়নগরে বিএনপির উদ্যোগে যৌথ প্রস্তুতিমূলক সভা এক বছর ম্যাচই খেলেননি, তিনিই বর্ষসেরা ক্রিকেটার

দেশে ফিরলেন প্রথম ফিরতি হজ ফ্লাইটের ৩৬৯ জন হাজি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৭২ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

সৌদি আরব থেকে ফিরতি প্রথম হজ ফ্লাইটে করে দেশে ফিরেছেন ৩৬৯ জন বাংলাদেশি হাজি। মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ‘এসভি-৩৮০৩’ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে হাজিদের ফুল দিয়ে স্বাগত জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। হাজিদের গ্রহণ করতে সেখানে উপস্থিত ছিলেন হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও কর্মকর্তারা।

বেবিচক সূত্রে জানা গেছে, মঙ্গলবার আরও সাতটি ফিরতি ফ্লাইটে প্রায় আড়াই হাজার হাজি দেশে ফিরবেন। এবারের ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন। তাদের মধ্যে প্রথম ফ্লাইট ঢাকা থেকে ছেড়েছিল ২৯ এপ্রিল এবং সর্বশেষ ফ্লাইটটি যায় ১ জুন। সব মিলিয়ে মোট ২২০টি হজ ফ্লাইটে এসব হাজিদের পরিবহন করা হয়।

ফ্লাইট পরিচালনায় অংশ নিয়েছিল তিনটি এয়ারলাইন্স—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফিরতি ফ্লাইট পরিচালনাও করবে এই তিনটি প্রতিষ্ঠান।

হাজিদের নির্বিঘ্ন ও নিরাপদ দেশে ফেরার জন্য বিমানবন্দরে নেওয়া হয়েছে একাধিক বিশেষ ব্যবস্থা। বেবিচক জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করবে এভসেক। আগত ফ্লাইটের পর আনসার সদস্যরা হাজিদের স্বাগত জানিয়ে সঠিক পথে গাইড করবেন। ইমিগ্রেশন পুলিশের তত্ত্বাবধানে নির্ধারিত বিশেষ কাউন্টারে হবে ইমিগ্রেশন কার্যক্রম।

হাজিদের লাগেজ সংগ্রহে সহায়তা করবেন আনসার সদস্যরা এবং লাগেজ বেল্ট ৫ থেকে ৮ পর্যন্ত শুধু তাদের জন্য বরাদ্দ থাকবে। এরপর হাজিরা গ্রিন চ্যানেল-২ দিয়ে কাস্টমস পার হয়ে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনায় জমজমের পানি সংগ্রহ করে ক্যানোপি-২ দিয়ে বিমানবন্দর ত্যাগ করবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এসব ব্যবস্থা হাজিদের অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্য ও নিরাপদ করে তুলবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews