কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকটে চিকিৎসা সেবা স্থবির হয়ে পড়েছে। আড়াই লাখ মানুষের জন্য ৫০ শয্যার এ হাসপাতালে মাত্র একজন চিকিৎসক দিয়ে আউটডোর ও ইনডোরের সেবা চলছে। এতে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা না পেয়ে ফেরত যাচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও, ডেপুটেশন ও ছুটির কারণে বর্তমানে মাত্র ৫ জন কর্মরত। এর মধ্যে পালা করে ডিউটি হওয়ায় দিনে মাত্র ১ জন চিকিৎসক সক্রিয় থাকছেন। আবাসিক মেডিকেল অফিসারসহ অর্ধশতাধিক পদ শূন্য। আলট্রাসনোগ্রাফি মেশিনও বন্ধ, ওষুধেরও অভাব।
মেডিকেল অফিসার ডা. মনিষা জানান, রোগীর চাপে সঠিক চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখীও পদ শূন্যতার কারণে সেবা ব্যাহত হওয়ার কথা স্বীকার করেছেন। তিনি আক্ষেপ করে বলেন, “হাসপাতালের আউটডোর ও ইনডোরের রোগীদের এতো চাপ। যে কারণে এমার্জেন্সিতে মুমূর্ষু রোগীদের সঠিকভাবে চিকিৎসা দেয়া যাচ্ছে না। আমি একাই কিভাবে হাসপাতালের এতোগুলো রোগীর চিকিৎসা দেই।”
উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন, “জেলার সব হাসপাতালেই একই অবস্থা; বেতন এক জায়গা থেকে নিলেও অনেক চিকিৎসক ডেপুটেশনে অন্যত্র কাজ করছেন, যা সেবা ব্যাহত করছে।”