নওগাঁ প্রতিনিধি।
নওগাঁর বদলগাছী উপজেলার কাদিবাড়ি গ্রামে ঘটেছে এক হৃদয়স্পর্শী ঘটনা। স্ত্রীর মৃত্যুর মাত্র ১১ ঘণ্টা পর স্বামীও মারা গেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে হৃদরোগে মারা যান আঞ্জুয়ারা বেগম (৬৫)। তার মৃত্যুর পর গভীর শোকে ভেঙে পড়েন স্বামী জলিলুর রহমান জলিল মাস্টার (৭৫)।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ ৪৫ বছরের দাম্পত্য জীবনে জলিল দম্পতি ছিলেন একে অপরের ছায়া ও ভরসা। স্ত্রীর মৃত্যুর পর বিকেল থেকেই জলিল মাস্টারের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রাতে তাকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ২৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাদের ছোট ছেলে রাকিবুল হাসান রকি বলেন, “মা হঠাৎ মারা যান। বাবাও তা সহ্য করতে পারেননি। কয়েক ঘণ্টার ব্যবধানে দুজনকেই হারিয়ে আমরা সম্পূর্ণ অসহায়।”
স্থানীয় বাসিন্দারা বলেন, জলিল দম্পতির ভালোবাসা ছিল সত্যিকারের। তারা একে অপর ছাড়া কখনো বাঁচতে পারতেন না। তাই হয়তো একজন চলে যাওয়ার পর অন্যজনও থাকতে পারেননি। একই পরিবারের দুই মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।