গাইবান্ধা প্রতিনিধি।
গাইবান্ধার সদর উপজেলায় চা না খাওয়াকে কেন্দ্র করে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক চা দোকানদারের বিরুদ্ধে। এতে অন্তত পাঁচ শতাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
সোমবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্য কুমেতপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযোগ করেন, শাহজাহান মিয়ার দোকানে চা না খেয়ে অন্য দোকানে খাওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি রাস্তা কেটে গর্ত তৈরি করে সেখানে বাঁশের ঝোপঝাড় ও কাঁটা বসিয়ে চলাচল বন্ধ করে দিয়েছেন।
গ্রামবাসী জহুরুল বলেন, “৫০ বছর ধরে এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করছে। সামান্য চা খাওয়া নিয়ে এমন ঘটনা মেনে নেওয়া যায় না।”
অটোরিকশাচালক হামিদ অভিযোগ করে বলেন, “রাস্তা বন্ধ থাকায় অটো, ভ্যান, মোটরসাইকেল—কিছুই চলতে পারছে না। চেয়ারম্যানকে জানিয়েও কোনো ব্যবস্থা হয়নি।”
পথচারী জাহিদ ও শিক্ষার্থী রাসেল জানান, রাস্তাটি বন্ধ থাকায় স্কুলে যাওয়া এবং দৈনন্দিন যাতায়াত ব্যাহত হচ্ছে।
তবে অভিযুক্ত চা দোকানদার শাহজাহান মিয়া দাবি করেন, “এটি আমার পৈতৃক সম্পত্তি। রাস্তা নয়, আগের ভাটার জায়গা। চা খাওয়া না খাওয়ার কারণে নয়, আমি আমার জমি দিয়ে রাস্তা দিতে রাজি নই।”
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান কালবেলা বলেন, “ঘটনাটি আমাদের জানা আছে। শাহজাহান মিয়াকে ইউনিয়ন পরিষদে ডাকা হয়েছে। খুব শিগগিরই সমাধান হবে বলে আশা করি।