সাবেক তথ্য প্রতিমন্ত্রি ডাঃ মুরাদ হাসান কানাডা ও দুবাইয়ে ঢুকতে না পেরে শেষ পর্যন্ত দেশে ফিরে এসেছেন। আজ রোববার বিকেল ৪-৫৫মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ৫৮৬ নং ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে নামেন।
বিমানবন্দরে ডাঃ মুরাদ হাসানের ফিরে আসার খবরে মিডিয়া কর্মীরা ছুটে যান । এসময় সাধারন জনতা তাকে দেশে ঢুকতে না দিতে বিক্ষোব করতে থাকে।
বিমান বদরে নামার সাথে সাথে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশন অফিসে নিয়ে যান। সেখান থেকে সাংবাদিকদের ফাঁকি দিতে আন্তর্জাতিক টার্মিনালের পরিবর্তে অভ্যন্তরীণ টার্মিনাল রোববার সন্ধ্যা ৬-১৫ মিনিটের দিকে দিয়ে পালিয়ে বিমানবন্দর ছাড়েন সাবেক এই আলোচিত মন্ত্রী।
মুরাদ হাসান পদত্যাগের পর বৃহস্পতিবার রাতে কানাডার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। করোনা ভ্যাকসিন গ্রহনের কাগজপত্র না থাকায় তাকে কানাডায় ঢুকতে না দিয়ে দুবাইয়ের একটি ফ্লাইটে তাকে তুলে দেওয়া হলে সেখানেও তিনি ঢুকতে না পেরে শেষ পর্যন্ত আবার নিজ দেশেই ফিরে আসেন।