প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমান সংবিধান লংঘন করে গণতন্ত্র হত্যা করেছেন।
তিনি আজ ‘বঙ্গবন্ধু ও বিচার বিভাগ’ এবং ন্যায় কন্ঠের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালে যোগ দিয়ে এসব কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী আরোও বলেন, যুক্তরাষ্ট্র ন্যায়বিচার নিয়ে সোচ্চার হলেও বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়দাতা।
তিনি বলেন, দেশের মানুষ ন্যায় বিচার পাবে, বঙ্গবন্ধু সেই বিষয়টি গুরুত্ব দিয়েছিলেন। আমাদের ৩৬ বছর সময় লেগেছিলো বিচার পেতে। আমাদের সংবিধান হরণ করা হয়েছিলো। একাত্তর টিভি
শেখ হাসিনা বলেন, জনগণের ভোটের অধিকার পিছিয়ে নিয়ে, সেটি কুক্ষিগত করার একটা পায়তারা চলছে।
তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় আসতে পেরেছিলাম বলেই, আইন-আদালত থেকে শুরু করে, সব কিছুতেই পরিবর্তন হচ্ছে। সূত্র-ডিবিসি