1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
মোংলায় ছাত্রলীগ নেতার মাছের ঘের লুট, বাড়ীঘর ভাংচুর - টেলিগ্রাফ বাংলাদেশ
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন

মোংলায় ছাত্রলীগ নেতার মাছের ঘের লুট, বাড়ীঘর ভাংচুর

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৮ জন খবরটি পড়েছেন

মোংলা প্রতিনিধি।

মোংলা উপজেলা ছাত্রলীগের সাধরণ সম্পাদক মোঃ সজিব খাঁনের ৬৪ বিঘার একটি চিংড়ি ঘের লুট করে নিয়েছে দুবৃত্তরা।

উপজেলার সুন্দরবন ইউনিয়নের হোগলাবুনিয়া এলাকায় বুধবার দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ঘেরের গৈ ঘর ভাংচুর চালিয়ে তারা প্রায় দুই লাখ টাকার মাছ লুটে নেয়। ওই দিন সবজি খাঁনের বাড়ী ঘরে হামলা ও ভাংচুর চালায় তারা। এ ঘটনায় লিটন শিকারী ও রফিক মোছাল্লীসহ নয়জনকে অভিযুক্ত করে থানায় এজাহারের অভিযোগ দায়ের হয়েছে।

থানায় দায়েরকৃত মামলার আবেদনের উদ্ধৃতি দিয়ে ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে হোগলাবুনিয়ার ৬৪ বিঘার বৈরাগী ঘের দখল করে মাছ লুট হওয়ার অভিযোগ পেয়েছেন। ঘেরটি উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সজিব খাঁনের। এ ঘটনায় সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা, বুড়বুড়িয়া ও হোগলাবুনিয়া গ্রামের লিটন শিকারী, রফিক মোছাল্লী , আনছার হাওলাদার, মনি ফরাজী, এনদাদুল মোছাল্লী মিরাজ হাওলাদার, মারুফ ফরাজী, বাশার শেখ ও মাহামুদ পালোয়ানের নামে মামলার জন্য থানায় আবেদন হয়েছে। তদন্ত করে এদের বিরূদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম।

এদিকে রফিক মোছাল্লীর বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মাছের ঘের দখল ও চাঁদাবাজীর একাধিক অভিযোগ হয়েছে। এ বিষয়ে রফিক মোছাল্লী বলেন, এসব ঘটনার আমি কিছুই জানিনা। আপনারা নিউজ করেন, নিউজ করলে কি আমার ফাঁসি হবে? এ বল ফোন কেটে দেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews