1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
ওবায়দুল্লাহ’র সংবাদ সম্মেলন,নোয়াপাড়া গ্রুপকে নির্দোষ দাবি, আত্মাহুতির হুমকি - টেলিগ্রাফ বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :

ওবায়দুল্লাহ’র সংবাদ সম্মেলন,নোয়াপাড়া গ্রুপকে নির্দোষ দাবি, আত্মাহুতির হুমকি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১১ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

স্টাফ রিপোর্টার।।

অভয়নগরে ওবায়দুল্লাহ মোল্যা নামে এক যুবকের নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে সেই যুবক বৃহস্পতিবার দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি নামকরা ব্যবসায়িক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপকে নির্দোষ দাবি করেন। তাঁর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করলে আত্মাহুতির হুমকিও দেন তিনি। ওবায়দুল্লাহ মোল্যা উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের আব্বাস মোল্যার ছেলে। তিনি তাঁর লিখিত বক্তব্যে বলেন, ‘স্থানীয় একটি কুচক্রি মহল অবৈধভাবে অর্থনৈতিক সুবিধা আদায় করতে না পেরে ২০২০ সালের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল করে।

ভাইরাল হওয়া ভিডিওতে নোয়াপাড়া গ্রুপ ও ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জড়িয়ে যে ধরণের মন্তব্য করা হয়েছে তা মানহানিকর। এমনকি ওই কুচক্রি মহল আমাকে ভয়ভীতি দেখিয়ে ক্যামেরার সামনে মিথ্যা বক্তব্য ও থানায় মামলা করতে চাপ সৃষ্টি করেছে। নিরুপায় হয়ে ক্যামেরার সামনে মিথ্যা বক্তব্য দিলেও থানায় মামলা আমি করিনি। যে কারণে ওই মহলটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, ‘দুই বছর পূর্বের নির্যাতনের ভিডিও ভাইরাল করে আমাকে দিয়ে জজ মিয়া নাটক সাজানোর চেষ্টা করা হচ্ছে। তৎকালিন ঘটনার জন্য আমি শাস্তি পেয়েছি, আমার বিরুদ্ধে মামলা চলছে। এসময় তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি নাকি পাঁচ লাখ টাকার বিনিময়ে নোয়াপাড়া গ্রুপের সঙ্গে সমঝোতা করেছি। এমন মিথ্যা সংবাদ প্রকাশ হতে থাকলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবে না। নোয়াপাড়া গ্রুপ শুধু ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়, একটি মানবতার প্রতিষ্ঠান।

এ ব্যাপারে নোয়াপাড়া গ্রুপের বিক্রয় ও বিপনন বিভাগের প্রধান মিজানুর রহমান জনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জনপ্রিয় অনলাইন নিউজ বিডিটেলিগ্রাফ-২৪কে জানান, নোয়াপাড়া গ্রুপ দেশ ও কৃষকের স্বার্থ সংরক্ষণে দীর্ঘ ৩২বছর সুনামের সাথে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে কৃষিক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews