মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের রামপালে ৪ টি গাঁজা গাছ উদ্ধার করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ।
রামপাল উপজেলার মল্লিকের বেড় এলাকার বড় সন্ন্যাসী গ্রামের মৃতঃ ইমরাত আলীর পুত্র মোঃ রফিকুল ইসলামের বাড়ী থেকে চাষকৃত ৪ টি গাঁজার গাছ উদ্ধার হয়।
গোয়েন্দা পুলিশের ওসি সুরেশ চন্দ্র হালদার সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল রফিকুলের বাড়িতে তল্লাশী চালিয়ে বাড়ির পুকুর পাড় থেকে চাষকৃত ৪ টি গাজার গাছ উদ্ধার করা হয়েছে। এ সময় রফিকুল ও তার ভাই সিরাজুল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তিনি আরো জানান উক্ত রফিকুল ও সিরাজুলের বিরুদ্ধে মামলা রয়েছে ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদক আইনে উক্ত রফিকুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি মিডিয়া এস.এম আশরাফুল আলম সাংবাদিকদের জানান।