অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
যশোরের অভয়নগর উপজেলা জাতীয় পার্টি ও নওয়াপাড়া পৌর জাতীয় পার্টির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে নওয়াপাড়া ইন্সটিটিউট মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির অভয়নগর উপজেলা শাখার আহবায়ক সরদার লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব শিকদার সাঈদ আহমেদ, জাপা নেতা আবদুর রহিম ফারাজী, নাজমুল আরেফিন, জাহাঙ্গীর হোসেন, সোবাহান হোসেন, চিস্তী মুন্সি, ডা. আতিয়ার সরদার, হাফিজুর রহমান, প্রহ্লাদ সাহা, আকরাম হোসেন, মোশারফ হোসেন, আলী হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন, মাওলানা আকমল হোসাইন।