নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৭৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম ( বার ) এর নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস টিম নড়াইল সদর থানার গোবরা কাড়ার বিল সড়কে একটি কাল্ভার্টের পাশে অবস্থান করেন। এসময় একটি যাত্রীবাহী ইজিবাইক কে তল্লাশি চালিয়ে ৭৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃমাজেদুর রহমান(৪০) যশোরের বেনাপোল পোর্ট থানার কেষ্টপুর গ্রামের মোঃ নুর হোসেনের ছেলে।
গ্রেফতারকৃত মাজেদুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রজু করে নড়াইল থানায় হস্তান্তর করা হয়েছে।