স্টাফ রিপোর্টার।।
“পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ, বাড়ায় কাজে মনোনিবেশ” এই শ্লোগান কে সামনে রেখে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বাউবিতে পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহের শুভ উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার যশোর আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রেও এই কর্মসূচি পালন করা হয়েছে ।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক বিষ্ণুপদ ভৌমিকের নেতৃত্বে এবং উপ-আঞ্চলিক কেন্দ্রগুলোতে উপ-আঞ্চলিক পরিচালকদের নেতৃত্বে স্ব-স্ব ক্যাম্পাসে র্যালি, ক্যাম্পাস ও ভবনের করিডোর এবং প্রতিটি কক্ষ নিজ নিজ দায়িত্বে পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচীতে আঞ্চলিক কেন্দ্রের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, উপস্থিত সমন্বয়কারী , টিউটর ও শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।