অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
যশোরের অভয়নগরে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও দুটি ম্যাকজিনসহ সজল তরফদার ও সাবেক ইউপি মেম্বার মারুফ হোসেন তুহিন নামের দুই যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৬) সদস্যরা।
সোমবার বিকালে উপজেলার পায়রা গ্রাম থেকে তাদেরকে অস্ত্রসহ আটক করা হয়।
আটককৃত সজল তরফদার ও সাবেক ইউপি মেম্বার তুহিন উপজেলার কোটা গ্রামের বাসিন্দা।
যশোর র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পায়রাহাট স্কুলের সামনে থেকে তাদেরকে অস্ত্র, গুলি ও ম্যাকজিনসহ আটক করা হয়। অস্ত্র আইনে তাদের নামে থানায় মামলা রুজু হয়েছে।
অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, অস্ত্র আইনে মামলা হওয়ার পর র্যাবের হাতে আটক হওয়া দুই যুবককে মঙ্গলবার দুপুরে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।