বিলাল মাহিনী
প্রত্যেকেই নিজ নিজ দ্বীপে বাস করিবে,
নিজস্ব দ্বীপে,
হ্যাঁ, ঘর থাকিবে; তবুও নির্বাসিত একাকীত্ব জীবন হবে, স্বামী সংসার থাকবে, এক বিছানায় ঘুমোলেও থাকবে না বন্ধন, হাজারো রাত একসাথে কাটিয়েও একাকী নির্ঘুম কাটবে বহু জনের আলো-আঁধারি নিশি।
জ্ঞান যাবে উড়ে
অজ্ঞতা বসবে জুড়ে।
দুনিয়া অচিরেই দহন হবে, সাগর শুকোবে
তৃণ পুড়ে ছাই হবে; মরুভূমি পরিণত হবে সবুজ চারণভূমি, অট্টালিকায় ভরবে দুনিয়া, উৎপাদন ছাড়াবে লক্ষমাত্রা, ফুল ফসলে ভরবে মাঠ, ছাদ, নর্দমা। তবুও হাহাকার থামবে না
কেউ অতি ভক্ষণে মরিবে, কেউবা না খেয়ে; অন্নাভাবে।
বন্ধ হবে বাপ-পোলার মুখ দেখাদেখি। ভেঙে যাবে ভ্রাতৃত্বের বন্ধন, বোন হবে বোঝা, আত্মীয় চোখের কাটা; সু সময়ের বন্ধুরা হবে সখী।
নারী উলঙ্গ হয়ে মজা পাবে
বিয়ে সংসার উবে যাবে
উপাসনালে মার্বেল পাথর খেলা করবে
বিশ্বাস যাবে গোরে,
খুনী জানবে না কেনো হত্যা করলো বেচারাকে
খুন হওয়া বেচারাও জেনে যেতে পারবে না কেনো খুনী তাকে মারলো।
সত্য রূপ নেবে মিথ্যায়
মিথ্যা সত্যে।
মরবে মাদক জুয়ায়
দুনিয়া ভরবে ভুয়ায়।
লোভ আর সম্পদের মোহে বিভোর হবে
ভালোবাসা প্রেম
মমতা স্নেহ কেড়ে নেবে ভার্চুয়াল পৃথিবী।