স্বজল কুমার মন্ডল
অন্ধকার কুয়াশার
আঁড়ালে ঢেকে
থাকা সেই তুমি?
যে কিনা কালও ছিলো রক্তিম বেলার সঙ্গীনি।
তবে কেন আজ চলে গেলে তুমি
সবার থেকেই একাকী?
কেথায় খুজবো তোমায়?
যে দিকে তাকায়, সেদিকে দেখি শুধুই কুয়াশার অন্ধকার।
কোথাও দেখিনা তোমায়,
দেখি শুধুই চারিদিকে শূন্যতা হাহাকার আর তোমাকে না পাওয়ায় হৃদয়ে জমে থাকা কষ্টের ধূষর পাহাড়।
যেখানে দাঁড়িয়ে আছি আমি,আমরা, সবাই মিলে নিরাশার অন্ধকারে।
জানি তুমি ফিরে আসবে না কবু ,তবে কেন এসেছিলে সংক্ষিপ্ত জীবনে আমাদের হাসাতে?
হাসাতেই যদি এসেছিলে, কাঁদিয়ে কেন চলে গেলে?
একবারও ভাবলে না আমাদের কী হবে।
তবে যেখানে থেকো ভালো থেকো তুমি, এই মোর প্রার্থনা।
(প্রিয় ব্যক্তিত্বের স্মৃতি স্মরণে)