বিলাল মাহিনী, যশোর। বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এম.এম. নাজমুল হক (কবি বুনো নাজমুল যশোরী)-এর ২৯তম মৃত্যু বার্ষিকী আজ ২৫ নভেম্বর। এই খ্যাতিমান মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদের মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁর সতীর্থ ও শুভাকাক্সক্ষীগণ। কবি এম.এম নাজমুল হক ১৯৪৭ সালের ১লা মে তৎকালীন যশোর জেলার নড়াইল মহকুমার ১২ নম্বর বিছালী ইউনিয়নের চাকই গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। কবির পিতা মৃতঃ এম. জিতু মোল্লা, মাতা মৃতঃ বড়– বিবি , কবির পরদাদা মৃত আঃ জব্বার মোল্লা ছিলেন একজন নামকরা জারিগানের বয়াতি। কবি বুনো নাজমুল ১৯৬২ সালে পায়গ্রাম কসবা মাধ্যমিক বিদ্যালয় ফুলতলা, খুলনা হতে কৃতিত্বের সাথে ম্যাট্রিক পাশ করেন, ১৯৬৪ সালে নড়াইল ভিক্টোরিয়া কলেজ হতে আইএসসি, ১৯৬৭ সালে যশোর মাইকেল মধুসূদন কলেজ হতে বিএসসি ডিগ্রি অর্জন করেন, ১৯৭২ সালে নওয়াপাড়া কলেজ অভয়নগর যশোর হতে বিএ ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে এম এ অধ্যায়ন করেন।
অত্যান্ত মেধাবী এই শিক্ষাবিদ বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামের আহবানে সাড়া দিয়ে দেশমাতৃকার জন্য ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। তিনি ভারতের দেরাদুন জেলার টান্ডুয়া ক্যান্টনমেন্ট হতে মুজিব বাহিনীর উচ্চতর ট্রেনিং নিয়ে ৮ নম্বর সেক্টরে যুদ্ধ করেন। তিনি ছিলেন ভৈরব -চিত্রার মাঝ অঞ্চলে একজন মুজিব বাহিনীর পলিটিকাল কমান্ডার। স্বাধীনতার পরে তিনি অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন। তিনি অভয়নগর উপজেলার ঘাদানিকের আহবায়ক ছিলেন। স্বাধীনতার পর থেকে কবি নাজমুল হক স্থায়ীভাবে গুয়াখোলা গ্রামে বসবাস করতেন। তিনি জেজেআই জুটমিলের সুপারভাইজার ছিলেন, এছাড়াও তিনি নওয়াপাড়া এবং ফুলতলা কলেজে ইংরেজি বিভাগের অধ্যাপনা করেছেন। সর্বশেষ বীরমুক্তিযোদ্ধা এমএম নাজমুল হক মির্জাপুর ইউনাইটেড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে গত ০২ ডিসেম্বর ১৯৯১ সাল হতে কিছুদিন দায়িত্ব পালন করেন।
তিনি একজন নামকরা কবি ও গীতিকার ছিলেন। তিনি অসংখ্য গান, কবিতা, গল্প ও প্রবন্ধ লিখেছেন। তারমধ্য উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ দুটি ‘মুক্তিবীণা’ ও ‘হৃদয়লীনা’ । তিনি ১৯৯৪ সালের ২৫ নভেম্বর শুক্রবার ৫.৩০ মিনিটে নওয়াপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, চারপুত্র,দুই কন্যা সহ অনেক শুভাকাক্সক্ষী রেখে যান। দিনটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক স্মৃতি জনকল্যাণ প্রন্থাগার এবং চারণ কবি সাইফুল ইসলাম স্মৃতি সংসদ, চাকই, বাশুয়াড়ী, নড়াইল এর উদ্যোগে সকাল ১১টায় কবির জীবনের উপর আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।