স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) থেকে।
অভয়নগর থেকে প্রকাশিত দৈনিক নওয়াপাড়ার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক এবং নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম আসলাম হোসেনের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে নওয়াপাড়া প্রেসক্লাব অডিটোরিয়ামে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দৈনিক নওয়াপাড়ার প্রকাশক ও সম্পাদক সাজিদ হোসেন সুপ্তর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্য শস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মইনুর জহুর মুকুল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহ মুকতি জিলানী, সমাজ সেবক রোটারিয়ান রাশেদুল হক রাসু, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের কর্মকর্তা ফারুক হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা এসএম ফারুক আহমেদ, সম্পাদক মোজাফফার আহমেদ, কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন- নওয়াপাড়া প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সুনীল দাস, উপদেষ্টা আবিদ হাসান, সহ সভাপতি এস এম মুজিবর রহমান, যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সহ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, দফতর সম্পাদক শাহিন আহমেদ, ক্রীড়া সম্পাদক এমএম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম প্রমুখ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষক লীগের সভাপতি মুন্সি আব্দুল মাজেদ, ব্যাংক
কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন- নওয়াপাড়া পীর বাড়ি মাদ্রাসার প্রধান মুফতী তৈয়েবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন- দৈনিক নওয়াপাড়ার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ। কোরআন থেকে তেলওয়াত করেন- দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক ও নওয়াপাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী।