স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)। অভয়নগর উপজেলার তিনটি ক্লিনিককে ২লাখ ৫০হাজার টাকা অর্থদন্ড ও একটি অবৈধ ক্লিনিককে সিলগালা এবং একটি ক্লিনিকের অপারেশন থিয়েটার বন্ধ ঘোষণা করেছেন ভ্রাম্যমান অদালতের যৌথ অভিযানের টিম।
২৩জানুয়ারি (মঙ্গলবার) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন ক্লিনিকে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের র্যাব ও উপজেলা প্রশাসনের দুটি টিম। প্রথমে আবদুল মকিত বিশ্বাস প্রা: ক্লিনিকে অভিযান চালিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে ডাক্তার হিসেবে পরিচয় দেওয়ায় এবং বৈধ কাগজপত্র না থাকায় ক্লিনিকটিকে ১লাখ টাকা জরিমানাসহ উক্ত ক্লিনিকটিকে সীলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।
নওয়াপাড়া সার্জিক্যাল ক্লিনিকে অভিয়ান চালিয়ে বেড সংখ্যা বেশি থাকায় এবং ক্লিনিকে ডাক্তার ও নার্সের স্বল্পতা থাকার কারণে ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তাছাড়া নওয়াপাড়ার এ হামিদ মেমোরিয়াল প্রা: হাসপাতালে অভিযান চালিয়ে বেডের সংখ্যা দ্বিগুন থাকায় এবং অপারেশন থিয়েটারের পরিবেশ ভালো না থাকায় ১লাখ টাকা জরিমানা ধার্য করে তা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, র্যাব-৬এর এএসপি মো. ফয়সাল তানভীর, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওয়াহিদুর জামান ও মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমান সবুজ।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান ও র্যাব-৬এর এএসপি মো. ফয়সাল তানভীর জানান, আজ দিনব্যাপী তিনটি ক্লিনিকে অভিযান চালিয়ে ২লাখ ৫০হাজার টাকা জরিমানা আদায় এবং একটি ক্লিনিক ও একটি অপারেশন থিয়েটার বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।