নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা মো. আসাদুজ্জামান জনি।
মঙ্গলবার যশোর শিক্ষাবোর্ড কর্তৃক প্রেরিত পত্রের মাধ্যমে সভাপতিসহ এ্যাডহক কমিটির অন্য কর্মকর্তাদের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। অভয়নগর উপজেলা নির্বাহী অফিসারের তদন্তের মাধ্যমে যশোরের ডিসি অফিস কর্তৃক প্রেরিত নির্দেশনা মোতাবেক যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের অনুমোদনক্রমে সভাপতি মনোনিত হন আসাদুজ্জামান জনি।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সদস্য সচিব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম,শিক্ষক প্রতিনিধি সদস্য মো. হেদায়েত হোসেন ও অভিভাবক সদস্য নির্বাচিত হন নুর মোহাম্মদ সরদার । উল্লেখ্য আসাদুজ্জামান জনি নওয়াপাড়া পৌর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক।