1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে বিএনপি নেতা বাবুল আখতার হত্যাঃ আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শোরুম ম্যানেজার নেবে মিনিস্টার হাই-টেক পার্ক; থাকছে নানা সুবিধা ‘OCT’ প্রযুক্তিতে হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত শান্তি আলোচনার মধ্যেই গুলির সংঘর্ষ: আফগান সীমান্তে নিহত ৫ পাকিস্তানি সেনা আবহাওয়ার বৈরিতায় ঝিনাইদহে ধানে ব্লাস্টের আশঙ্কা, কৃষকদের দুশ্চিন্তা বাড়ছে রাজশাহীতে ক্লিনিকের নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার কোয়াবকে ক্রিকেটারদের আস্থার সংগঠন করতে চাই-সভাপতি মিথুন প্রধান থেকে শেষ সব উপদেষ্টা ব্যর্থ : মোমিন মেহেদী কালচারাল একাডেমির আয়োজনে ‘ইতিহাস ঐতিহ্যের সুসঙ্গ দুর্গাপুর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আগামী নির্বাচনে এনসিপি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হয়ে উঠবে- সারজিস আলম পায়ে হেঁটে ১৫০ কিঃমিঃ পরিভ্রমণে গোবিপ্রবির ২ গার্ল ইন রোভার

দৌলতপুরে বিএনপি নেতা বাবুল আখতার হত্যাঃ আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৫১ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের মাদিয়া গ্রামের বিএনপি নেতা বাবুল আখতার কে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী ও নিহত বাবুল আখতারের পরিবারের সদস্যরা।

বুধবার বিকেল তিনটার দিকে ইউনিয়নের মাদিয়া গ্রামের বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন নারী-পুরুষ শিশু-কিশোর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা উদ্বেগ জানিয়ে বলেন, বিএনপি নেতা বাবুল আখতার হত্যার ঘটনা প্রায় দেড় মাস অতিবাহিত হতে চলল আজ অব্দি কোন আসামি কে আইনের আওতায় আনতে পারিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসামিদের যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে না পারে তাহলে এর থেকে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান তারা।

এ সময় বাবুল আখতারের বড় মেয়ে তানিয়া খাতুন হতাশা প্রকাশ করে জানান, আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চোর ও ছিনতাই চক্রের সদস্য সুইট,আলম,নবীব, টুটুল,সহ তাদের দলবল। দেড় মাস অতিবাহিত হতে চললেও খুনিদের এখনো পর্যন্ত আইনের আওতায় আনতে পারি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যার কারনে প্রতিনিয়তই খুনিরা আমাদের নানা ধরনের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে।
এমন অবস্থায় আমি সহ আমার পরিবারের লোকজন চরমভাবে হতাশা ও নিরাপত্তাহীনতায় দিন পার করছি। তারা কখন না জানি আমার পরিবারের ক্ষতি করে ফেলে। তিনি আরো বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ নীতি নির্ধারকদের কাছে অনুরোধ করব খুনিদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট ২০২৫ তারিখ রাত ৮টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের মাদিয়া বাজারে বাবুল আখতারের উপর আসামিরা সন্ত্রাসী হামলা চালালে বাবুল আখতার গুরুতর আহত হন। বাবুল আখতার কে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews