ঝিনাইদহ প্রতিনিধি।
আবহাওয়ার বৈরিতায় ঝিনাইদহে আমন ধানে ব্লাস্ট সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। দিন ও রাতের তাপমাত্রায় বড় পার্থক্যের কারণে এ রোগের ঝুঁকি বেড়ে যাওয়ায় ফলন নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা।
কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে সদর উপজেলায় ২৫ হাজার ২৫২ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। বর্তমানে অধিকাংশ জমিতে ধান থোড় ও দুধ অবস্থায় আছে, যা ব্লাস্ট সংক্রমণের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়।
ব্লাস্ট সংক্রমণ হলে ধানের গিঁট ও শীষের সংযোগস্থলে ছত্রাক আক্রমণ করে, ফলে ধান শুকিয়ে চিটা হয়ে যায়। একবার ছড়ালে এটি দ্রুত বিস্তার লাভ করে এবং ফলনে বড় ধরনের ক্ষতি ঘটাতে পারে।
হলিধানী এলাকার কৃষক আজিজুল ইসলাম বলেন, “আমার ২২ কাঠা জমির কিছু গাছে পাতা শুকিয়ে যাচ্ছে। কৃষি বিভাগের পরামর্শে ছত্রাকনাশক ছিটিয়েছি, এখন ফলাফলের অপেক্ষায় আছি।”
রাধাকান্তপুর এলাকার কৃষক আব্দুর রহিম বাদশা জানান, “দিনে গরম আর রাতে ঠান্ডা আবহাওয়া—এতে ব্লাস্ট রোগের ঝুঁকি বেড়েছে। ফসলের অবস্থা ভালো থাকলেও শঙ্কা থেকেই যাচ্ছে।”
সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী বলেন, “ধানের থোড় আসার এক সপ্তাহ আগে ছত্রাকনাশক স্প্রে করলে ব্লাস্ট প্রতিরোধ সম্ভব। সংক্রমণ ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। কৃষকরা সময়মতো ব্যবস্থা নিলে ক্ষতি অনেকাংশে এড়ানো যাবে।”