স্টাফ রিপোর্টার ।।
অভয়নগরে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রোববার রাত ১২টা ১মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ অর্পন করেন অভয়নগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন।
এরপর পর্যায়ক্রমে পূষ্পার্ঘ অর্পণ করে উপজেলা পরিষদ, অভয়নগর থানা, নওয়াপাড়া হাইওয়ে থানা, বাংলাদেশ আওয়ামীলীগ ও তার অংগ সংগঠনের নেতাকর্মী, জাতীয় পার্টি, বিএনপি ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ, ওয়ার্কার্স পাটি, নওয়াপাড়া প্রেস ক্লাব, দৈনিক নওয়াপাড়া, নওয়াপাড়া সরকারি কলেজ, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়সহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন।