অভয়নগর প্রতিনিধি।।
অভয়নগর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বুধবার দিন ব্যাপি করোনা ভ্যাক্সিন দেওয়া হয় নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় প্রাঙ্গণে।
এসময় অভয়নগর উপজেলা ছাত্রলীগ নেতা ও নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সদস্য মির্জা তমালের নেতৃত্বে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা শিক্ষার্থীদের টিকা নিতে বিভিন্ন ভাবে সহায়তা প্রদান করেন এবং ফ্রী মাস্ক বিতরণ করেন। ছাত্রলীগ নেতা মির্জা তমাল বলেন যশোর জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব ভাইয়ের নির্দেশনায় আমরা এই কার্যক্রম সম্পন্ন করেছি এবং আমাদের দ্বারা এমন কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা সকল ভালো কাজের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।