স্টাফ রিপোর্টার।।
অভয়নগর উপজেলার লক্ষীপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে শারমিন বেগম (২৬) নামের এক গৃহবধূ গলায় ফঁাস লাগিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার রাতে তার স্বামীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে শারমিন বেগম ঘরে গিয়ে ডাবার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে। বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রতিবেশী কওছার বিশ্বাস জানান, বাড়ির পাশের হারুন বিশ্বাসের স্ত্রী শারমিন বেগম তার স্বামীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল, গৃহবধূর লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
01962-717866