1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
শর্ত সাপেক্ষে আইজিপি যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন - টেলিগ্রাফ বাংলাদেশ
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৬:১১ অপরাহ্ন

শর্ত সাপেক্ষে আইজিপি যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১৮৯ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

শর্ত সাপেক্ষে আগামী ৩১ আগস্ট জাতিসংঘের পুলিশপ্রধান সম্মেলনে অংশ নেয়ার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ২ দিনের সম্মেলনে বেনজীর আহমেদসহ ৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবেন । আগামী ২৮ আগস্ট দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে তাদের। এরপর ৭ সেপ্টেম্বর বিকেল ৫টা ২০মিনিটে একই এয়ারলাইন্সের অন্য একটি ফ্লাইটে তারা দেশে ফিরবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি ছাড়াও এই প্রতিনিধি দলে আরো রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) নাশিয়ান ওয়াজেদ এবং সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মাসুদ আলম।

ভিসার ক্ষেত্রে দেয়া শর্ত গুলো হচ্ছে-জাতিসংঘের নির্ধারিত কর্মসূচি ছাড়া সামাজিক, রাষ্ট্রীয় বা সরকারি-বেসরকারিসহ অন্য কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না তিনি। ভিসা দেয়ার ক্ষেত্রে এসব শর্ত উল্লেখ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র।

গত বছরের ১০ ডিসেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক মহাপরিচালক (ডিজি) ও বর্তমান আইজিপি বেনজীর আহমেদসহ র‌্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর ও রাজস্ব বিভাগ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews