পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আগামী নির্বাচনে কোনো রাজনৈতিক দল অংশ না নিলে সরকার তাদের দায় নেবে না। নির্বাচনে অংশ না নেয়া রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নেয়ার ক্ষমতা আমাদের নেই।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবার আশা প্রকাশ করে বলেন, অতীতেও নির্বাচন গ্রহণযোগ্য ছিল এবং আগামী নির্বাচনও গ্রহণযোগ্য হবে। এসময় তিনি চট্টগ্রামে এক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যেরও সমালোচনা করেন। আমাদের সময়ডটকম