ডেস্ক নিউজ।
শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, আগামী বছর নতুন সিলেবাসের বই পুরোপুরি পাওয়া না গেলেও ২০২৪ সালে নতুন কারিকুলামে পাঠদান করা হবে।
তিনি বুধবার(২৬ অক্টোবর) বিকেল ৪টায় যশোরের বাঘারপাড়ার খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়ে এক সুধী সমাবেশে একথা বলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্বের সাথে তাল মিলেয়ে শিক্ষাব্যবস্থাকে রূপান্তর করা হচ্ছে।
সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান এবং দৈনিক আজকের পত্রিকার উপসম্পাদক ও শহীদ সিরাজুদ্দীনের ছেলে ডক্টর জাহিদ রেজা নূর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ডক্টর আহসান হাবীব,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম ও বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান। শুভেচ্ছা বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি এমএম কলেজের অধ্যক্ষ মর্জিনা আক্তার, মির্জাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম, নওয়াপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, জেলা পরিষদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী, ইছালী ইউপি চেয়ারম্যান ফেরদৌসী রহমান, জেলা ছাত্রলীগের সহসভাপতি রুহুল কুদ্দুস প্রমুখ।
সমাবেশে শিক্ষামন্ত্রীর কাছে কলেজ কর্তৃপক্ষ দ্রুত শিক্ষক-কর্মচারীদের সরকারিকরণ, মহিলা হোস্টেল ও অডিটোরিয়াম নির্মাণ করার দাবি জানান। শিক্ষামন্ত্রী দাবিগুলো বিবেচনায় এনে যথাযথ পদক্ষেপ নেয়া হবে বলে প্রতিশ্রতি দেন ।
এদিন শিক্ষামন্ত্রীকে বরণ করতে দুপুরের পর কলেজ প্রাঙ্গণে জড়ো হয় শ’ শ’ শিক্ষার্থী ও অভিভাবক। বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক সমিতি খুলনা বিভাগের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।