বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। মঙ্গলবার যশোরের বাঘারপাড়ায় প্রতিবন্ধী শিশুদের মূল স্ত্রোতধারায় অন্তর্ভূক্তিতে শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এদিন বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অধিদপ্তর এ সেমিনারের আয়োজন করে।
সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। এ সময় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফকির তাইজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিকুজ্জামান, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, হিসাব রক্ষণ কর্মকর্তা বি এম তামজীদ হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,সহকারি অধ্যপক প্রদীপ বিশ্বাস, সাংবাদিক আক্তারুজ্জামান প্রমুখ।
সেমিনারে প্রতিবন্ধী শিশুদের মূল ধারায় আনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।