আদালত ২০১১ সালে রাজধানীর আমিন বাজারে ৬ জন শিক্ষার্থীকে গনপিটুনিতে হত্যা করার অপরাধে ১৩ জনের মৃত্যুদন্ড এবং ১৯ জন কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে।
এছাড়া অভিযুক্ত অন্য ২৫ জন কে বেকসুর খালাস দেয়া হয়েছে। সেইসাথে মৃত তিন জন কে অব্যাহতি দেয়া হয়েছে।
২০১১ সালআর ১৭ জুলাই শবে বরাতের রাতে ওই ছাত্রদের আমিন বাজারে ডাকাত সন্দেহে গনপিটুনি দিয়ে হত্যা করা হয়।
সাভার থানা পুলিশ এঘটনায় পরে অজ্ঞাতনামা ৫- ৬ শ’ জনকে আসামী করে মামলা দায়ের করে এবং একজন বালু ব্যবসায়ী মৃত ৬ ছাতের বিরুদ্ধে অন্য একটি মাম লা দায়ের করেন ।
প্রথমে পুলিশের করা তদন্ত প্রশ্নবিদ্ধ হয়ে পড়ায় বিচার বিভাগীয় কমিটি তদন্ত করে মৃত ৬ ছাত্রকে নির্দোষ বলে মতামত দেন এবং পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
পরে সিআইডি মামলা তদন্ত শেষে ২০ ১২ সালের্যাবের কাছে মামলাটি হস্তান্তর করে।
সিআইডি তদন্ত শেষে ২০১৩ সালের জানুয়ারি মাসে ৬০ জনের বিরুদ্ধে ৬ ছাত্রকে পিটিয়ে হত্যা করার অভিযোগে অভিযোগপত্র পেশ করে ।