মেহেদী হাসান রিপন,বাঘারপাড়া
বাঘারপাড়ার গণমানুষের আশার আলো, দীর্ঘ বছর ধরেই প্রতিটি এলাকায় ঘরে ঘরে যার পদচারণা, গরীব অসহায় মানষের পাশে থাকতে ভালবাসেন যিনি,যিনি বাঘারপাড়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্রতিটি এলাকার রাস্তা, ওয়ার্ড থেকে শুরু করে প্রতিটি নেতা-কর্মী ও সাধারণ মানুষদের নামসহ দেখলেই চিনতে পারেন এমন কতজন নেতা বাঘারপাড়া উপজেলায় আছেন !
এখানেই শেষ নয়, প্রতিটি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং গরীব-অসহায় মানুষসহ নেতা-কর্মীদের পাশে থেকেই সহযোগিতা দিয়ে আসছেন। তিনি হচ্ছেন বাঘারপাড়ার আশার আলো, উন্নয়নের কান্ডারি, দীর্ঘদিনের পরীক্ষীত নেতা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,যশোর জেলা আওয়ামীলীগ ও জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফুল কবীর বিপুল ফারাজী।
নেতা তাকেই বলা যাবে যে নেতার কেনো ভাব অহংকার হিংসা ও দূর্নীতি নাই, যে নেতা সকল নেতা কর্মীদের নিজের ভাই বন্ধু হিসাবে মনে করে চলেন, যে নেতার নেই কোনো দ্বন্দ্ব, যে নেতা সকলের সাথে সব সময় হাঁসি মূখে কথা বলেন, যে নেতা সকল নেতা কর্মীর সুখে দুঃখে এগিয়ে আসেন, এবং পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞা তাকে কি প্রকৃত নেতা বলা অন্যায়, তারাই জীবনের অনেক বড় কিছুর উন্নতি লাভ করেন যারা অন্যর জন্য লড়েন, তেমনি এক নেতা বাঘারপাড়া উপজেলাবাসীর জন্য গর্ব ।
তাকে যে নামেই ডাকেন না কেনো, কোনো অপরাধ নাই, নেতা ভাই আর বন্ধু বলেন বাঘারপাড়ার রত্ন পুরুষ ও রত্ন পুরুষের যোগ্য আপনি আর কেউ নেন সকলের চিরচেনা মূখ প্রাণ প্রিয় নেতা সকলের প্রিয় মানুষ, বাঘারপাড়ার রাজপুত্র জনাব ইঞ্জিনিয়ার আশরাফুল কবীর বিপুল ফারাজী ।
যার পাশে এবং যার বিশস্ত একজন কর্মী হয়েই আজীবন থাকতে চান অনেকেই । আশরাফুল কবীর হাঁটলে রাজপথ মিছিল হয়ে যায়, দাঁড়ালে হয়ে যায় মহা সমাবেশ, যার কথায় জাগ্রত হয় হাজার যুবক । নেতাকর্মীর কাছে আঁকাশ ছোয়া জনপ্রিয়তা নিয়েও যিনি সদা শান্ত , যার নেতৃত্বে মিছিল হয় সমগ্র বাঘারপাড়ায়।
রাজপথে হেমিলনের যাদুর বাসির মত যার ডাকে প্রতিটি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ড থেকে জনতার স্রোতে থেকে সূচনা হয়ে পরিণত হয় জন সমুদ্রে । বাঘারপাড়ার সর্বাধিক জনপ্রিয় নেতার সামনে আসুক যত ঝড় তুফান উত্তাল সাগর লাহরী, তার সাথে আছে অসংখ্য মুজিব সেনা সদা জাগ্রত প্রহরীর মতো।