তারিম আহমেদ ইমন।।
যশোরের অভয়নগরে দৈনিক যুগান্তরের ২৩তম জন্মদিন উদযাপিত হয়েছে। সোমবার বিকালে নওয়াপাড়া প্রেসক্লাব অডিটোরিয়ামে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যুগান্তর স্বজন সমাবেশ অভয়নগর উপজেলা শাখার আহবায়ক এসএম ফারুক আহমেদের সভাপতিত্বে কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন, অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,স্বজন সমাবেশের উপদেষ্টা আবুল বাশার ভুঁইয়া, যুগ্ম আহবায়ক আসাদুর রহমান আসাদ,নওয়াপাড়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুনীল কুমার দাস, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সহ সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মো. মফিজুর রহমান, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, ক্রীড়া সম্পাদক এমএম আলাউদ্দিন, নির্বাহী সদস্য সেলিম হোসেন ও মো. রবিউল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যক্ষ এসএম খায়রুল বাশার,সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সহসভাপতি গাজী রেজাউল করিম,সদস্য মো. আকতার হোসেন, সাকিব জিকো, জাকির হোসেন হৃদয়, রকিবুল ইসলাম রুবেল, জসিম উদ্দিন বাচ্চু, শফিকুল ইসলাম পিকুল, ডিআর আনিস, আনিস শিকদার, আশরাফুল ইসলাম লিপু, মো. কামাল হোসেন, আবুল হোসেন গাজী, রনজিৎ মল্লিক, তাওহীদ আল ওসামা ও স্বজন সদস্য মামুন বিশ্বাস।
কেককাটা অনুষ্ঠান শেষে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের রুহের মাহফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন,নওয়াপাড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ, দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক মো. মফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, দৈনিক যুগান্তরের অভয়নগর উপজেলা প্রতিনিধি তারিম আহমেদ ইমন।