অভয়নগর (যশোর) প্রতিনিধি।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া শহরের বুইকরা সরকারি গোরস্থান ও হাসপাতাল রোডের যুব সমাজ ও আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে ৫১২ ফুট আর্জেন্টিনার পতাকা নিয়ে শোডাউন প্রদর্শন করেছেন দলটির সমর্থকরা।
সোমবার সন্ধ্যায় বুইকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে নওয়াপাড়া সরকারি হাসপাতাল রোড পর্যন্ত আর্জেন্টিনার শতাধিক সমর্থকরা দাঁড়িয়ে পতাকা হাতে নিয়ে শোডাউন করেন।
দলটির ভক্ত হাসিবুল হাসান বিপ্লব ও শেখ তুহিন জানান, আসন্ন বিশ্বাকাপ ফুটবলে তাদের প্রিয় দল আর্জেন্টিনা লিওনেল মেসির হাত দিয়ে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করবে। তারা আরও জানান, এলাকার সকল আর্জেন্টিনা সমর্থকদের সহযোগিতায় ২০হাজার টাকা ব্যয়ে ৫১২ফুট পতাকাটি তৈরী করা হয়েছে।