অভয়নগর (যশোর) প্রতিনিধি। যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া খেলোয়াড় কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের প্রাঙ্গনে আলোচনা সভা ও বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।
নওয়াপাড়া খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ওয়াহিদুজ্জামান ওয়াহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফফার আহমেদ, নওয়াপাড়া খেলোয়াড় কল্যাণ সমিতির সহ-সভাপতি মো. নাজমুল হক খোকন, মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক মইনুল জহুর মুকুল, উপদেষ্টা ভীম চন্দ্র, হাবিব বেগ, সাবেক কৃতি ফুটবলার মশিয়ার রহমান ফারাজী, মনিরামপুর সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক শামসুদ্দিন শামীম,সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, কোষাধ্যক্ষ ইউসুফ আলী, প্রচার সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সদস্য রেজাউল ইসলাম মনি প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমীর কুমার বিশ্বাস। এ সময় প্রায় ২শতাধিক সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের
নিয়ে একটি মিলনমেলা সংগঠিত হয়।