স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) থেকে।
অভয়নগরের ঐতিহ্যবাহী নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক নূর আলম (৫৯) সোমবার রাতে নিজ বাড়ি উপজেলার বুইকরা গ্রামে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি … রাজিউন)। মঙ্গলবার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক-কর্মচারীগণ, সরকারিকৃত মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির খুলনা বিভাগীয় কমিটির সভাপতি এসএম ফারুক আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।