প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা ও জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ এ কে এম আব্দুর রহমান এর সভাপতিত্বে ২৭ শে নভেম্বর বুধবার সকাল ১১ টায় শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজ মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজের প্রভাষক মোকাররম বিল্লাহ, কিশোরী মোহন মন্ডল, ডক্টর প্রতাপ কুমার রায়, ওমর ফারুক, জহুরুল ইসলাম, শেখ আফসার উদ্দিন, পরিমল কৃষ্ণ মন্ডল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি মাসুম বিল্লাহ, শরিফুল ইসলাম, জাহিদ হোসেন সহ শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী বৃন্দ।