রফিকুল ইসলাম দেবহাটা (সাতক্ষীরা)প্রতিনিধি।।
দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে সাংবাদিক শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
রবিবার (১৫ মে) বিকাল ৪টার সময় দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে মাদ্রাসার সকল সদস্যদের উপস্থিতি ও প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই মাদ্রাসার সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ১০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সাংবাদিক শহিদুল ইসলাম ৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামছুর রহমান পান ২ ভোট। আর ২টি ভোট বাজেয়াপ্ত ঘোষনা করা হয়। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান। সাংবাদিক শহিদুল ইসলাম সাবেক ফুটবল খেলোয়াড় ও সাতক্ষীরা জেলা রেফারি এসোসিয়েশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।