1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
চিলমারীতে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার - টেলিগ্রাফ বাংলাদেশ
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সহবাসের দোয়া ও বরকতময় দাম্পত্য জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ আমল জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর: আর্থিক সহায়তা না পেয়ে ক্ষুব্ধ আহতরা জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জে ২৯ জনকে নিয়োগ, আবেদন এইচএসসি পাসেই শ্রীলঙ্কায় সিরিজ হাতছাড়া, ৯৯ রানে হারল বাংলাদেশ কুড়িগ্রামে হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তা অবরোধ বিহারে ডাইনিবিদ্যার অভিযোগে পুড়িয়ে হত্যা: একই পরিবারের পাঁচজন নিহত সাংবাদিককে যারা শত্রু ভাবে, তারা দেশের শত্রু – মোমিন মেহেদী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি’র নতুন পরিচালক কবি পরাগ রিছিল কুড়িগ্রামে সমন্বিত খামারে স্বপ্নপূরণের আশায় রাকিবুল ফুলবাড়ীতে জৈব ও জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ক সংলাপ

চিলমারীতে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩৫ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসাস, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের চিলমারীতে ধর্ষণ মামলার আসামীকে ঢাকায় গ্রেফতার করে চিলমারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১৩ এবং র‌্যাব-৪ এর যৌথ অভিযানে, কুড়িগ্রাম জেলার চিলমারী থানার ধর্ষণ মামলার এজাহার ভুক্ত ০১নং আসামীকে গ্রেফতার করেন।

জানা গেছে, ধর্ষণের শিকার শিশুটি চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মৌজাথানা (জুম্মা পাড়ায়) এলাকায় নানীর বাড়ী থেকে পড়ালেখা করেন। স্কুল আসা যাওয়ার সময় ধৃত আসামী মানিক মিয়া (২৫) তাকে নানান রকম কুপ্রস্তাবসহ প্রায় সময় উত্যাক্ত করে আসছিল।

সুযোগ পেয়ে গত ১৯ মে ২০২৫ সন্ধ্যায় আনুমানিক ৭টার সময়, নানীর শয়ন ঘরের ভিতরে ৭ম শ্রেণীতে পড়ুয়া শিশুটিকে একা পেয়ে তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। একই এলাকার ইদ্রিস আলীর পুত্র মানিক মিয়া (২৫)। পরবর্তীতে ভিকটিমের নানী বাদী হয়ে চিলমারী মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং- ০৩, তারিখ-২০/০৫/২০২৫ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১)। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়।

পরবর্তীতে উক্ত মামলার আসামীকে গ্রেফতারের জন্য গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে ৩০ মে ২০২৫ তারিখ রাত ১০:২৫ টার সময় র‌্যাব-১৩, রংপুর, সিপিসি-২, নীলফামারী এবং র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর, সাভার ক্যাম্প ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ (কবরস্থান রোড) এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহার ভুক্ত আসামী মানিক মিয়া (২৫), পিতা- ইদ্রীস আলী, সাং- মৌজাথানা জুম্মাপাড়া, উপজেলা-চিলমারী, জেলা-কুড়িগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে চিলমারী মডেল থানায় হস্তান্তর করেন। এ বিষয়ে, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম বলেন, আজ   দুপুরে আসামী কে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews