1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গোপন শেল্টারে সক্রিয় আওয়ামীলীগ, নাশকতার আশংকা! - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :

গোপন শেল্টারে সক্রিয় আওয়ামীলীগ, নাশকতার আশংকা!

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৩২ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট: নাটোরের নলডাঙ্গায় সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ। উপজেলার ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ধীরে ধীরে বের হতে শুরু করেছেন। বিভিন্ন এলাকায় কৌশলে চলছে গোপন মিটিং।

নলডাঙ্গা থেকে পালিয়ে যাওয়া গিয়ে, নাটোর শহরসহ বিভিন্ন স্থান থেকে বর্তমান সরকার এবং দেশে অস্থিরতা সৃষ্টিতে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের পদে থাকা দলীয় সাংবাদিকরা বিভিন্ন হোয়াসআপ, টেলিগ্রামসহ বিভিন্ন মাধ্যমে তারা,নেতাকর্মীদের দিকনিদেশনা দিচ্ছে।
এমন কি নিষিদ্ধ সংগঠন বাইক শোডাউন ও মিছিলও করছে।

শুক্রবার(০১ আগষ্ট) বেলা ১২টার দিকে উপজেলার একটি মিডিয়া হাউজে সাংবাদিকের সামনে বিভিন্ন তথ্য, উপাত্ত তুলে ধরেন ছাত্র-জনতা।

এছারা তারা বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের অন্যান্য স্থানের মতো নলডাঙ্গার আওয়ামীলীগ,নিষিন্ধ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতারা আত্মগোপনে চলে যান। এর পর থেকে তাঁদের প্রকাশ্যে বা গোপনে কোন তৎপরতা ছিল না। সম্প্রতি উপজেলায় দেয়াল লিখনের মাধ্যমে তাঁদের তৎপরতা সামনে আসে ও নিষিদ্ধ সংগঠন শহরে বাইক শোডাউন ও মিছিলও করছে।

কিন্তু, কিছু নেতাদের কারনে, তারা আবার মাথা চারা দিয়ে উঠেছে। গত কিছুদিন আগে মাইলস্টন স্কুল বিমান বিধ্বস্তের ঘটনার জেরে পরের দিন সমাবেশের নামে এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, নাটোর-২ সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সন্ত্রাসী বাহিনীর দুইজন সক্রিয় কেডার এবং তাদের বিভিন্ন সভা-সমাবেশে দেখা যাচ্ছে। যা অশনি সংকেত। তারা যেকোন সময় নাশকতা করতে পারে বলে,আমরা আশংকা করছি।

বক্তার আরও বলেন, উপজেলা মাধনগর বাজার,মাধনগর ডিগ্রী কলেজ, শামসুল ইসলাম উচ্চ বিদ্যালয়, বাজারের প্রবেশ মুখে,বাজেহালতি ব্রীজ,আনিচ মোড়, ইউনিয়ন পরিষদ কার্যালয়,বাঁশিলা মাদ্রাসা,বাঁশিলা হাইস্কুল,পাটুল-নলডাঙ্গা সড়ক, নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বাজেহালতি ব্রীজ, খাজুরাসহ উপজেলা এলাকার দেয়ালে দেয়ালে “জয়বাংলা”স্লোগান লেখা হয়েছে। বিভিন্ন এলাকায় ভবনের দেয়ালে লাল,কালো কালিতে এসব লেখা হয়।

সংবাদ সম্মেলনে, দিঘাপতিয়ায় এম.কে কলেজের শিক্ষার্থী কাজি শাহরিয়ার আহম্মেদ সিহাব এন এস কলেজের শিক্ষার্থী মোঃ সাকিব ইসলাম, ব্যবসায়ী বুলবুল আহম্মেদ, মোঃ রাব্বি আহম্মেদ জানান, গতকালই শহরে নিষিদ্ধ ছাত্রলীগ বাইক শোডাউন ও মিছিলও করছে।

এছাড়া আওয়ামীলীগ গোপনে মাধনগর, খাজুরা, বাঁশিলায়-জয়বাংলা স্লোগান লেখা, বিভিন্ন স্থানে ৮ থেকে ১৫ জন টিম করে উপজেলার মাধনগর, বুড়িরভাগ,নলডাঙ্গা রেল স্টেশন,অধিরেরমোড়, শীতলাই, চৈউখালি, বাঁশিলা, পশ্চিমসোনাপাতিল, পাঙ্গালব্রিজ, ঠাকুরলক্ষীকুল, চাঁদপুর, মহিষডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় গোপন তৎপরতা এবং বিভিন্ন গ্রুপ খুলে তাদের গোপনে নাশকতার পরিক্ল্পনা ও গোপন কার্যকমে অব্যহত আছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews