ডেস্ক নিউজ।
বাংলাদেশে ১৭ বছর পর ‘সত্যিকারের’ একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটি হবে দেশের ইতিহাসে ‘সবচেয়ে সুন্দর নির্বাচন’। বুধবার লন্ডনের চ্যাথাম হাউসে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
ড. ইউনূস আশা প্রকাশ করেন, নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং এতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত হবে। তিনি বলেন, “নির্বাচনের পর সরকারের কোনো দায়িত্ব পালনের আমার ইচ্ছা নেই।”
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখে অন্তর্বর্তী সরকার সংস্কারমুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান ইউনূস। তিনি বলেন, “আমরা একটি সংস্কার কমিশন গঠন করেছি। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য আলাদাভাবে কমিশন গঠন করা হয়েছে। এখন আমরা অপেক্ষা করছি তাদের সুপারিশের।”
তিনি আরও বলেন, “আমাদের প্রধান কাজ হলো সব দলের মধ্যে একটি ঐকমত্য তৈরি করা।” সেই লক্ষ্যেই ‘জুলাই সনদ’ প্রণয়নের কাজ চলছে বলে জানান ইউনূস। এটি ‘জাতির সামনে জুলাই মাসের সনদ’ হিসেবে উপস্থাপন করা হবে বলে তিনি উল্লেখ করেন।