ডেস্ক নিউজ।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে গঠিত পরবর্তী সরকারে তিনি কোনো ভূমিকায় থাকতে চান না। তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করে সফলভাবে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়েই তাদের দায়িত্ব শেষ হবে।
বুধবার লন্ডনে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে (চ্যাথাম হাউজ) এক অনুষ্ঠানে বক্তৃতা শেষে প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ইউনূস বলেন, “আমি মনে করি না আমাদের উপদেষ্টা পরিষদের কেউই নির্বাচনের পর সরকারে যুক্ত হতে আগ্রহী হবেন। আমাদের দায়িত্ব হলো চলমান রূপান্তর প্রক্রিয়াকে সম্পন্ন করা এবং জনগণের সন্তুষ্টির মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, “আমরা নিশ্চিত করতে চাই যে, নির্বাচনটি সঠিকভাবে, শান্তিপূর্ণভাবে এবং গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে— এটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
বাংলাদেশে দীর্ঘ সময় পর একটি গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে গঠিত এই অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক ইউনূস। তার এই মন্তব্যের মাধ্যমে পরিষ্কার হলো, নির্বাচন-পরবর্তী রাজনৈতিক কাঠামোয় অন্তর্বর্তী সরকারের কোনো সদস্য যুক্ত হবেন না বলেই সরকারের অভ্যন্তরীণ নীতি নির্ধারণ করা হয়েছে।